দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
গতকাল সোমবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব ও সূধীজনদের সাথে মতবিনিময় সভা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, মৎস্য চাষী ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, কামারুজ্জামান কামরুল, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, হ্যাচারী মালিক আবু বক্কর সিদ্দিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মকছেদ আলী প্রাং। উল্লেখ্য গতকাল ২৪ তারিখ সোমবার হতে আগামী ৩০ তারিখ রোববার পর্যন্ত সাতদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ পালিত হবে।