দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
আজ রোববার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) রুপম দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক প্রাং, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, মেডিকেল অফিসার ডাঃ আওফি, উপজেলা পরিবার
পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল প্রমুখ।