স্টাফ রির্পোটার: অনন্ত সেলিম
বগুড়ায় আদিবাসী নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
রোববার বেলা ১১টায় শহরের সাতমাথায় বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বগুড়া জেলা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
আদিবাসী ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি শ্রীকান্ত মাহাতোর সভাপতিত্বে ও ক্ষেতমজুর সমিতি সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হরি শংকর সাহা, জেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, সিপিবি জেলার সম্পাদক মন্ডলীর সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পু, সাজেদুর রহমান ঝিলাম, কৃষক সমিতি জেলার সহ-সভাপতি ফিরোজ আখতার পলাশ, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রাণ কুমার সিং, আদিবাসী নেতা সন্তোষ কুমার সরকার, গজেণ সিং, নিরেণ সিং, অরুণা বালা, মালতী রাণী, ছাত্র ইউনিয়ন জেলার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার মন্ডল গ্রুপ ও এস. এ গ্রুপ আদিবাসীদের জমিজমা ও ভিটেমাটি জোরপূর্বক দখল এবং উচ্ছেদের নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল। চলতি বছরের জানুয়ারিতে বগুড়ার শেরপুরের ভবানীপুরে ভূমিদস্যুদের দায়ের করা মিথ্যা মামলায় আদিবাসী সংগঠকদের গ্রেফতার করা হয়। পরে আদালত থেকে তারা জামিন পান। ওই সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আদিবাসীদের কৃষি জমি উদ্ধার, মামলা প্রত্যাহার ও পূর্ণনিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।
এরপর গত ১৭ জুলাই আদিবাসী নেতারা আদালতে হাজিরা দিতে গেলে আদালত ৬ জন আদিবাসী নেতার জামিন বাতিল করে জেলহাজতে পাঠায়।
মানববন্ধনে গ্রেফতারকৃত আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা কমিটির সভাপতি কমল সিং, সদস্য নাদু সিং, অজুর্ন সিং, সুুমার সিং, গনেশ সিং ও শান্ত সিংসহ সকল নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানায়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।