মহাস্থান নিউজ:
ব্যাটারি গলিতে বসবাস করেন ব্যতিক্রম কিছু যুবক। তাদের কেউ ড্যান্স নিয়ে ব্যস্ত, কারো মনোযোগ শরীর চর্চায়; আবার কারো কারো বিরোধ ইন্টারনেট ও ডিশ লাইনের ব্যবসা নিয়ে। এসবের মাঝে হঠাৎ সুন্দরী এক নারীর আগমন ঘটে। এরপর তাকে কেন্দ্র করে শুরু হয় বড় গ্যাঞ্জাম।
এমন গল্প নিয়ে কাজল আরেফিন অমি নির্মাণ করেন দুটো একক নাটক। এগুলো হলো— ‘ফিমেল’ ও ‘ফিমেল টু’। নাটক দুটি দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে। দর্শক চাহিদা বিবেচনা করে নির্মিত হয়েছে নাটকটির তৃতীয় পার্ট। গত ২ জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ফিমেল থ্রি’। বরাবরের মতো এ নাটকও দর্শকদের নজর কেড়েছে।
পূর্বের দুই পার্টের মতো এ নাটকের শেষ লগ্নে ব্যাটারি গলিতে নতুন ভাড়াটিয়া হিসেবে আসেন মডেল-অভিনেত্রী ফারিন খান। ১ ঘণ্টা ৪ মিনিট ৫২ সেকেন্ডে পর্দায় ফারিনের মুখ দেখা যায়। ১ ঘণ্টা ৫ মিনিট ২২ সেকেন্ড পর্যন্ত তার উপস্থিতি পর্দায় দেখা যায়। ৩০ সেকেন্ডের এই উপস্থিতি ‘ফিমেল থ্রি’ নাটকের প্রেক্ষাপট বদলে দেয়, যা দর্শকদের মনে ধরেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও চর্চা চলছে। ওই মুহূর্তের ভিডিও ক্লিপ পোস্ট করে একজন লিখেছেন— ‘ব্যাটারি গলির নতুন আগুন।’ আরেকজন লিখেছেন, ‘ব্যাটারি গলিতে আগুন লাগছে।’
ফেসবুকে ছবি দেখে এক ফটোগ্রাফার মডেলিংয়ের জন্য প্রস্তাব দেন ফারিন খানকে। এটি ছিল বৈশাখের পোশাকের একটি শুট। এ ফটোশুটে অংশ নেওয়ার মাধ্যমে প্রথমবার পেশাদার মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর বেশ কিছু নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন ফারিন; হেঁটেছেন র্যাম্পে। পরবর্তীতে নাম লেখান অভিনয়ে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখলেও রুপালি পর্দায় অভিনয়ের স্বপ্ন দেখেন ফারিন খান। কিন্তু পথ খুঁজে পাচ্ছিলেন না। আকস্মিকভাবে জাজ মাল্টিমিডিয়া থেকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান তিনি। এত বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কাজের প্রস্তাব পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারেননি ফারিন। ভেবেছিলেন— কেউ হয়তো মজা করছেন। কিন্তু এই ভুল ভাঙিয়ে দিয়ে ফারিনকে ফোন করেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।
ঘটনাটি ২০১৭ সালের। সেই স্মৃতিচারণ করে ফারিন খান বলেন, ‘‘ফোনের ওপারে ছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ স্যার। তিনি বলেন, ‘ফেসবুকে আপনার ছবি দেখে ভালো লেগেছে। আপনি একবার সরাসরি এসে দেখা করে যান। স্কিন টেস্ট হওয়ার পর ফাইনাল কথা বলব। আমি দু-একদিনের মধ্যে দেশের বাইরে যাব, এর মধ্যে যদি না আসতে পারেন তাহলে আমরা অন্য কাউকে নিয়ে ভাববো।’ বিষয়টি আমার এক বড় ভাইয়ের সঙ্গে শেয়ার করি। ওই সময়ে আমার কাছে সিএনজি ভাড়াও ছিল না। পরে ওই ভাই আমাকে ভাড়া দিয়ে পাঠান। নানা টেস্টের পর ‘ধ্যাততেরিকি’ সিনেমার জন্য আমাকে চূড়ান্ত করা হয়।’’
শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় ফারিনের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রোশান। ২০১৭ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় সিনেমাটি। এ সিনেমা মুক্তির পর নতুন মুখ হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দু চলে আসেন এই অভিনেত্রী।
যদিও ‘ধ্যাততেরিকি’ সিনেমার পরপরই বিরতিতে চলে যান ফারিন। মূলত পড়াশোনা ও পারিবারিক কারণে অভিনয়ে অনুপস্থিত ছিলেন তিনি। করোনার মাঝে ফের কাজে ফেরেন ফারিন। অভিনয় করেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, ‘ফেসবুক’ সিনেমায়। সম্প্রতি কাজল আরেফিন অমি নির্মিত ‘ফিমেল থ্রি’ নাটকে স্বল্প সময়ের জন্য উপস্থিত হয়ে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।