মহাস্থান নিউজ:
ভারতের মণিপুরে দুই নারীকে নগ্ন অবস্থায় গ্রামের রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই দুই নারী আদিবাসী। তাদেরকে নগ্ন করে ঘোরানোর পর ধর্ষণ করা হয়েছিল।
মণিপুরে কুকি আদিবাসী নেতাদের ফোরাম (আইটিএলএফ) জানিয়েছে, রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় গত ৪ মে এ ঘটনা ঘটেছে।
ভিডিওটিতে দেখা গেছে, ঘটনাস্থলে উপস্থিত পুরুষরা ক্রমাগত দুই নারীকে হয়রানি ও শ্লীলতাহানি করছে। এসময় নারী দুজনকে অনুনয় বিনয় করতে দেখা গেছে। পরে তাদের কাছের একটি মাঠে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে জানিয়েছে আইটিএলএফ।
এ ঘটনার একদিন আগে উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং কুকি উপজাতির মধ্যে তফসিলি উপজাতি মর্যাদার দাবিতে সংঘর্ষ শুরু হয়েছিল।