স্টাফ রিপোর্টার: অনন্ত সেলিম
বগুড়া জেলার সদর উপজেলার বাদুরতলা নামক স্থানে পূর্ব শত্রুতার জের ধরিয়ে রেজভী আহমেদ অনিক নামক এক ব্যাক্তির দোকান ঘর ভাঙচুর ও মালামাল লুট সেই সাথে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। উক্ত দোকান ঘর ভাঙচুরের ব্যাপারে সরেজমিনে গিয়ে জানাগেছে পূর্ব শত্রুতার জের ধরে, শের এ ইসলাম সোহেল ও তার মেয়ে শিউলি শহিদা, স্ত্রী আশেয়া বেগম,ও সঙ্গে থাকা জামাতা আকাশ ১৭/০৭/২০২৩ ইং বেলা ১১ টার দিকে দোকান ঘর ভাঙচুর করেছেন, এমনকি দোকানের ভেতর প্রবেশ করিয়া দোকানের ভিতরে থাকা কম্পিউটার, চেয়ার, টেবিলসহ আরও অন্যান্য মালামাল ভাঙচুর করিয়া অনুমান ৭০হাজার টাকার ক্ষয় ক্ষতি করে থাকে । টেবিলে থাকা ৪০ হাজার টাকাও নিয়ে চলে যায় মর্মে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী অনিক। অনিকের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ করার কারনে বিবাদীগন তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সদর থানায় যোগাযোগ করলে জানাযায় অভিযোগ পাওয়া গেছে দ্রূত ব্যবস্থা নেওয়া হবে।