মহাস্থান নিউজ:
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, গাবতলীতে নৌকার পক্ষে এতো মানুষের উপস্থিতি দেখে আমি অভিভূত। এই উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে নৌকার প্রার্থী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই গাবতলী এখন বিএনপির নয়, আওয়ামী লীগের ঘাঁটি।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানের জন্ম গাবতলীতে হয়নি। তাঁর জন্ম হয়েছে ভারতের কুচবিহারে। সে কারণে খালেদা জিয়া কখনই তাঁর শশুর বাড়ী বাগবাড়ী গ্রামে যাননি। বিদেশী প্রভুদের চাপে কোন সিদ্ধান্ত পরিবর্তন করার নেত্রী শেখ হাসিনা নন। তাই কারো কথায় এদেশে কোন ক্ষমতার পরিবর্তন হবে না। যদি বিদেশীদের কথায় ক্ষমতার পরিবর্তন হতো তাহলে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০লাখ মানুষের তাজা প্রাণ দেয়া লাগতো না।
গতকাল শনিবার স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে উপজেলা আ.লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি এবং ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া সদর আসনের এমপি রাগেবুল আহসান রিপু। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, বগুড়া পৌর আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, জেলা আ.লীগের সদস্য এ্যাড. শফিকুল ইসলাম নাফরু, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
আরো বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি আ’লীগ নেতা ডাঃ মোস্তফা আলম নান্নু, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, সারিয়াকান্দী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মুন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি রেকসেনা আকতার, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চান্দু, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্নাসহ প্রমুখ।