মহাস্থান নিউজ:
বগুড়ায় নানা আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে শহরের মফিজ পাগলার মোড় ম্যাক্স মোটেল হলরুমে জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি যমুনা নিউজ বিডির সম্পাদক মমিনুর রশীদ শাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।
জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম রহিত এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক বাদল চৌধুরী, ম্যাক্স মোটেল এর পরিচালক স্যাকলাইন মিটুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমরানুল হক ইমরান, আজিজুল হক, এরশাদ হোসেন, পরিমল চন্দ্র প্রাং, ওয়াসিম রেজা, আল-মামুন, ছানাউল হক খান, আব্দুল্লাহেল কাফি, লতিফুর রহমান, সোহেল রানা, আব্দুস সবুর, সেলিম উদ্দিন, সুমন সরদার, সাইফুল ইসলাম, হাফছা খাতুন, এমদাদুল হক, হারুনুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল ওহাব, মোমিন উদ দৌলা, রায়হানুল ইসলাম, এ এস এম, জাকারিয়া, মাকসুদ আলম, রাশেদুল ইসলাম, রনজু ইসলাম প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ বিএমএসএফ এর ১৪দফা দাবির দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।