রির্পোট : অনন্ত সেলিম
গতকাল শুক্রবার (১৪ জুলাই ২০২৩ ইং) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বড়িয়াহাট ছালেমা খাতুন হাফিজিয়া মাদ্রাসায় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি বগুড়া জেলা শাখার উদ্যোগে বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি নামে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় ৯২ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন হযরত মাওলানা মো: আবুবক্কর সিদ্দিক,(শিক্ষক অত্র মাদ্রাসা) এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার ব্লাড ডোনার সোসাইটির সমন্বয়ক ‘পরি’ রহমান,বগুড়া জেলা শাখার ব্লাড ডোনার সোসাইটির সহ-সমন্বয়ক তৌহিদ তামিউল, বগুড়া জেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক মামুদুল হাসান এবং উপস্থিত সকল সদস্য বৃন্দ।উক্ত মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে ২২৬ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তদানের কার্যক্রমকে দেশের সর্বত্র জায়গায় ছড়িয়ে দিতে এবং সচেতনতা বৃদ্ধি করতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এই ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ আয়োজন করেন। ইতিমধ্যে উক্ত সংগঠনে ৯২ টি ক্যাম্পেইন সফলভাবে সম্পূর্ণ হয়েছে বলে যানা গেছে।