মহাস্থান নিউজ:
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহলদার এলাকার কাঁচা রাস্তা পাকা না হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১১ জুলাই) বিকালে মহলদার এলাকার কাঁচা রাস্তায় ধানের চারাগাছ লাগিয়ে প্রতিবাদ জানান তারা। কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাটি কাদামাটিতে একাকার হয়ে যাওয়ায় হেঁটে যেতেও দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়রা জানান, প্রায় দুই কিলোমিটার রাস্তাটি গ্রামের ভেতর দিয়ে চলে গেছে। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সেটি পাকা করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা হয়নি। দুর্ভোগ আর কষ্ট করে এই রাস্তায় চলাচল করছেন গ্রামের লোকজন।
স্থানীয় যুবক রাজু বলেন, ‘বাপ-দাদার সময় থেকে দেখে আসছি রাস্তাটি কাঁচা। রাস্তাটি কেউ পাকা করে দেয়নি। আমরা সরকারের কাছে পাকা করার দাবি জানাচ্ছি।’
নারগুণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, ‘বিষয়টাকে আমি একপ্রকার ফান হিসেবে দেখছি। কারণ বৃষ্টির দিন রাস্তায় কাদা হতেই পারে। আমার নিজের বাসায় যাওয়ার রাস্তায়ও এমন কাদা হয়েছে যে, একটা মোটরসাইকেল নিয়ে প্রবেশের সুযোগ নেই। তবুও আমি মেম্বারকে বলেছি, সেখানে দুই গাড়ি রাবিশ ফেলে দেয়ার জন্যে।’