মহাস্থান নিউজ:
বগুড়ার নন্দীগ্রামের হাফিজার রহমান নামে এক বৃদ্ধ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
৭৫ বছর বয়সী হাফিজার রহমান নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়ার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল।
হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার হাফিজার রহমানের জ্বর আসে। শনিবার বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। হাফিজারের রক্তচাপ বেড়ে গিয়েছিল। পরে সোমবার দুপুরের দিকে অবস্থা খারাপ হলে ওই ক্লিনিক থেকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
ডা. শফিক আমিন কাজল বলেন, হাফিজার রহমানের নাতি ঢাকার একটি স্কুলে পড়াশোনা করে। ঈদের ছুটিতে সে জ্বর নিয়ে নানাবাড়ি আসে। ধারণা করা হচ্ছে সেখান থেকে সংক্রিমিত হয়েছেন হাফিজার।