মহাস্থান নিউজ:
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে বকশীগঞ্জ পৌর শহরের গরুহাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ দল।
গ্রেপ্তার ব্যক্তির নাম শামীম গাজী (৩২)। তিনি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও এই হত্যা মামলার আসামি আমর আলী গাজীর ছোট ভাই।
জামালপুর গোয়েন্দা পুলিশের ওসি আরমান আলী জানান, গোপন খবরে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের হাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদি হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামি করে ২২ জনের নামসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নাদিম একাত্তর টেলিভিশনের সংবাদ সংগ্রাহক ও নিউজ পোর্টাল বাংলা নিউজে কর্মরত ছিলেন।