মহাস্থান নিউজ: লালমনরিহাটের হাতীবান্ধা সংলগ্ন তিস্তা নদীতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ হয়েছেন। রোববার (৯ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ধুবনী এলাকায় হাজীর মোড়ের চেয়ারম্যানের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, ফজলুর রহমান, আহদেুল ইসলাম ও সফিকুল ইসলাম। তাদের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ জন শ্রমিক একটি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পার হচ্ছিলেন। এ সময় মাঝনদীত প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। অনকেই সাঁতরে পাড়ে উঠলেও ৩ জন নিখোঁজ রয়েছেন।
সিঙ্গীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনির হোসেন বলেন, আমরা ডুবুরি টিমকে খবর দিয়েছি।