মহাস্থান নিউজ:
ভারতে পঞ্চায়েতের নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শনিবার (৮ জুলাই) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান, ভারতে পঞ্চায়েতের নির্বাচন উপলক্ষে আজ (শনিবার) ভারত থেকে কোন পণ্য আমদানি এবং রপ্তানি হবে না। তবে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল রোববার যথারীতি আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল জানান, এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।