মহাস্থান নিউজ:
বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার স্বার্থে দিনাজপুরের হিলি স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পানামা ওয়্যারহাউজ পর্যন্ত সড়কটির কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের কাছে পাঠানো চিঠিতে তারা আরও জানিয়েছেন, বেহাল ও অনুপযোগী সড়কটি অতিদ্রুত চলাচল উপযোগী না হলে যে কোনো সময়ে বাংলাদেশে সকল ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয়দের দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে সরকার হিলি স্থলবন্দরের প্রধান সড়ক হিলি চেকপোস্টের জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সোয়া দুই কিলোমিটার সড়কটি চারলেনে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে গত বছরের ডিসেম্বরে কাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই ঢাকার সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ নিয়ে গড়িমসি করে আসছে। এক মাস কাজ করলে কমপক্ষে তিন মাস ফেলে রাখে। ফলে বন্দরের এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন এবং পথচারী ও বিভিন্ন যান চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হয়ে আসছে। চলতি বর্ষায় এই ভোগান্তি বর্ণনাতীত হয়ে গেছে। মাঝেমধ্যেই ভারতীয় ও বাংলাদেশি পণ্যবাহী ট্রাক উলটে দুর্ঘটনার শিকার হচ্ছে। হতাহত হচ্ছে চালক ও পথচারীরা।