মহাস্থান নিউজ:
জয়পুরহাটে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার।
জয়পুরহাটে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাপ্পী সওদাগরকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রবিবার দুপুর পৌনে ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাপ্পী সওদাগর (৪৩) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার এলাকার মৃত বাদশা সওদাগরের ছেলে।
র্যাব জানায়, খুলনার সোনাডাঙ্গা এলাকার এক যুবতীর (২৩) সাথে বাবু নামের একজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবু বিয়ের প্রলোভন দেখিয়ে ২০০৮ সালের ২৯ এপ্রিল খুলনা থেকে ট্রেনে করে ওই প্রেমিকাকে নাটোর নিয়ে আসে এবং নাটোর থেকে একটি লোকাল ট্রেনে করে জামালগঞ্জ রেলস্টেশন নামে। এরপর বাবু ও তার বন্ধু বাপ্পী সওদাগর মিলে ওই যুবতীকে একটি বাড়িতে নিয়ে রাত্রিযাপন করে। সেই রাত ১১ টার পর বাপ্পী ওই যুবতীর কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে।
ওই ঘটনার পর ওই যুবতী ২০০৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাপ্পী ও বাবুকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার পর আসামী বাপ্পী গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী মামলার আসামী বাপ্পী সওদাগরকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাপ্পীকে গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আক্কেলপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।