মহাস্থান নিউজ:
দিনাজপুরে সদর উপেজলায় হঠাৎ বিভিন্ন স্থানে মাটি দেবে গর্ত সৃষ্টি হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে বিষয়টি ‘অলৌকিক’ মনে করলেও বিশেষজ্ঞরা জানান মাটির নিচে পানির স্তর নেমে যাওয়াই এর মূল কারণ।
সদর উপজেলার শশরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উমরপাইল বালুপাড়ায় হঠাৎ করেই প্রায় ১০টি গর্ত তৈরি হয়। প্রতিটি গর্তের গভীরতা প্রায় তিন থেকে চার ফুট।
শনিবার (১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
’দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিভাগের চেয়ারম্যান শাহাদাত খান বলেন, ‘পানি সরে গিয়ে মাটির স্তর নেমে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।’