মহাস্থান নিউজ:
সোমবার বগুড়ায় বন্ধন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া বন্ধন শিল্পী গোষ্ঠীর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে শহীদ টিটু মিলনায়তন চত্বরে রোমেনা আফাজ মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
বন্ধন শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, ব্যবসায়ি সামিউল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম ও আব্দুল ওয়াদুদ এর সঞ্চালনায় সংগঠনের শিল্পী সাদিয়া আকতার, রুপা, সামাইরা, আল আমিন, বানী ও আব্দুস সালাম সঙ্গিত পরিবেশন করে।