মহাস্থান নিউজ:
যুক্তরাজ্যের শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ ২০২৩ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দু’টি বিশ্ববিদ্যালয়।
সেগুলো হলো— দেশের সেরা বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সেরা ২০০-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৮৬তম। অপরদিকে নর্থ সাউথের অবস্থান ১৯২ তম।
বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা একশোর মধ্যে না থাকলেও ভারতের চারটি ও পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।
এদিকে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে আছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। আর এশিয়ার সেরা দশের মধ্যে চীনের চারটি, হংকংয়ের তিনটি, সিঙ্গাপুরের দু’টি ও জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এ বছর ১৩টি বিষয়কে পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনা করা হয়েছে।