মহাস্থান নিউজ:
বিয়ের ১১ বছর পর বাবা হয়েছে দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। গত ২০ জুন হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রাম চরণের স্ত্রী উপাসনা। প্রিয় অভিনেতার বাবা হওয়ার খবরে তার ভক্তরা হাসপাতালের সামনে গিয়ে উল্লাস করেছেন।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক নবজাতকের ছবি। দাবি করা হচ্ছে— ছবির শিশুটি রাম চরণের কন্যা। নেটিজেনদের অনেকে ছবিটি দেখে বিশ্বাস করেছেন এটি রাম চরণের কন্যা। অনেকে নবজাতকের জন্য শুভ কামনা জানিয়েছেন। আবার কেউ কেউ দাবি করেছেন, এটি রাম চরণে মেয়ে নয়। এ নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর চর্চা।
অন্তর্জালে ছড়িয়ে পড়া নবজাতকের ছবি নিয়ে নানা আলোচনা হলেও এ নিয়ে মুখ খুলেননি রাম চরণ কিংবা তার বাবা চিরঞ্জীবী। অবশেষে সব সংশয় দূর করলেন রাম চরণের ম্যানেজার শিবা চেরি।
ছড়িয়ে পড়া ছবিটি টুইটারে পোস্ট করে রাম চরণের ম্যানেজার শিবা চেরি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি মেগা প্রিন্সেসের (রাম চরণের কন্যা) নয়।’
গত ১৯ জুন বিকালে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন উপাসনা। ২০ জুন ভোর রাতে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। রাম চরণ-উপাসনার এটি প্রথম সন্তান। ছেলের বাবা হতে যাওয়ার খবরটি প্রথমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন রাম চরণের বাবা চিরঞ্জীবী। গত বছরের ১২ ডিসেম্বর এক টুইটে এই খবর জানান তিনি।
২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।