মহাস্থান নিউজ: পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ী ইমরুল কায়েস ও সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক মোশতাক আহমেদসহ (৪২) চার কর্মকর্তাকে আসামি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।তাদের বিরুদ্ধে ১ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সোমবার (১৯ জুন) দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর বাদী হয়ে এ মামলা করেন।
অভিযুক্ত ব্যবসায়ী ইমরুল কায়েস ঈশ্বরদীর বিমানবন্দর সড়কে রহিমপুর এলাকার রুহিত বিশ্বাসের ছেলে এবং মেসার্স কায়েস এন্টারপ্রাইজের মালিক। ব্যাংক ম্যানেজার মোশতাক আহমেদ রাজশাহীর তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে। মামলার অন্য আসামিরা হলেন, ব্যাংকের অপারেশন্স ম্যানেজার নজরুল ইসলাম (৫৩), ব্যাংকের জুনিয়র অফিসার শামীম আহমেদ (৩৫) এবং ব্যাংকের ট্রেইনি ক্যাশ অফিসার ইমরান (৩০)।
জানা যায়, ২০১৯ সালের ৪ এপ্রিল অভিযুক্তরা কোনো প্রকার নগদ টাকা গ্রহণ না করে চার কিস্তিতে ব্যবসায়ী ইমরুল কায়েসকে ৩ কোটি ৫৮ লাখ টাকার পে-অর্ডার দেন। দীর্ঘদিন সময় পর ইমরুল ১ কোটি ৩৫ লাখ টাকা জমা দেন। এরপরে আর কোনো টাকা না দিয়ে ইমরুল ২০২২ সালের ১৩ নভেম্বর আত্মগোপন করেন। পরে ব্যাংক বিভিন্নভাবে ৩৮ লাখ ২৫ হাজার ৩২৮ টাকা আদায় করে।
সূত্র জানায়, দীর্ঘ অনুসন্ধান শেষে পে-অর্ডার দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলে দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে দুদক প্রমাণ পায়। এছাড়া ব্যবসায়ী ইমরুল কায়েসের পে-অর্ডার ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগও প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ৫ জনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।
দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক খায়রুল হক বলেন, আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। জিজ্ঞাসাবাদের পর মামলার চার্জশিট দেওয়া হবে।