মহাস্থান নিউজ:
পাকিস্তানের জনপ্রিয় মডেল ও টেলিভিশন অভিনেত্রী সুনীতা মার্শাল। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় টিভি সিরিয়াল উপহার দিয়েছেন। তবে পলিট্রিক্যাল-ড্রামা সিরিজ ‘মেরা সাইন’-এ অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।
ব্যক্তিগত জীবনে অভিনেতা হাসান আহমেদকে বিয়ে করেছেন সুনীতা মার্শাল। ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিশেষ আইনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। খ্রিষ্টান ধর্মালম্বী সুনীতার সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সুনীতা। সংসার জীবনের এক যুগ পর বিয়ে, ধর্ম নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করে সুনীতা বলেন— ‘ধর্মান্তরিত না হওয়ার সিদ্ধান্ত বিয়ের আগেই নিয়েছিলাম। আমার বর ও আমার শ্বশুর বাড়ির লোকজন এ নিয়ে কোনোরকম চাপ সৃষ্টি করেনি।’
সুনীতা মনে করেন, কোনো ব্যক্তি যদি ধর্ম পরিবর্তন করতে চান, তবে তা হৃদয় থেকে করা উচিত। তা ছাড়া এটি মূল্যহীন। খ্রিষ্টান ও মুসলিম রীতিতে বিয়ে করেন সুনীতা-হাসান। তাদের সন্তানেরা ইসলাম ধর্ম অনুসরণ করবে, এ সিদ্ধান্তও বিয়ের আগেই নেওয়া হয়েছিল। সে অনুযায়ী সন্তানেরাও ইসলাম ধর্ম পালন করে থাকে।