মহাস্থান নিউজ:
যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের সামার ফেস্টিভ্যালে মঞ্চায়িত হবে বাংলাদেশি যাত্রাপালা রহিম বাদশা-রূপবান। উৎসবটি লিডস বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক কনসার্ট সিরিজের অংশ। এবারে কনসার্টের বিষয়বস্তু ‘আনটোল্ড, আনহার্ড অ্যান্ড হিডেন স্টোরিজ’। পাশ্চাত্য ধ্রুপদি সংগীতই মূলত বিশ্ববিদ্যালয় কনসার্ট সিরিজের প্রধান বিষয়। খুব গুরুত্বের সঙ্গে তাতে যুক্ত হলো বাংলার একান্ত লোকায়ত সংগীত, পালাগান। পাশ্চাত্য সংগীতের পাশাপাশি ‘সাউন্ড অব ইন্দোনেশিয়া’ শীর্ষক একটি বিদেশি পরিবেশনাও এতে থাকবে।
পালাটি সম্পর্কে কনসার্টের সমন্বয়ক জেসিকা ওয়ার্ড প্রথম আলোকে বলেন, ‘দর্শক বুঁদ করে রাখা সংগীত ও বর্ণাঢ্য নাচের মিশেলে গল্প বলার এই অনবদ্য ক্ষমতা দেখে আমি মুগ্ধ। বিভিন্ন পুরাকাহিনি ও শিল্পের মিশেল প্রাচীন এই শিল্পমাধ্যমের রয়েছে আধুনিক মানুষের সংকট বর্ণনারও সুপ্ত শক্তি। মাধ্যমটি তাই গবেষকদের আগ্রহী করতে পারে। বিভিন্ন শিল্পরীতি ও ঐতিহ্যের ভক্ত দর্শকদের আকৃষ্ট করতে পারে।’
পালাটির পরিচালক আহমেদ কায়সার বলেন, পালাগানের নতুন পাঠ তৈরিতে ফরাসি দার্শনিক জাক দারিদার বিনির্মাণবাদী ধারণা বিপুল অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, ‘গ্রিক পৌরাণিক কাহিনি ইডিপাসের সঙ্গে রহিম বাদশা-রূপবানের কাহিনি-কাঠামোতে কিছু আশ্চর্য মিল রয়েছে। এই পালার নাম দিয়েছি তাই রহিম বাদশা-রূপবান: দ্য ব্যালাড অব বেঙ্গলি ইডিপাস। নতুন ইউরোপীয় দর্শকের জন্য প্রায় আট বছর ধরে আমরা লোকসংগীত, লোকনৃত্যসহযোগে গল্প বলার এই কৌশল পরিবেশন করে চলেছি। ফেস্টিভ্যালের মূল অনুষ্ঠানমালায় এর অন্তর্ভুক্তি আমাদের লোকশিল্প ও পরিবেশনা-কৌশলের প্রতি পাশ্চাত্যের সংগীতজ্ঞ ও সংগীত-গবেষক মহলের এক বিরল স্বীকৃতি। খোদ বাংলাতেই পালাগান আজ বিলুপ্তির পথে। সেখানে ব্রিটেনের অন্যতম এক বিশ্ববিদ্যালয়ের কনসার্ট সিরিজের মঞ্চে বাংলার অত্যন্ত জনপ্রিয় পালাগান নিয়ে উঠতে যাচ্ছি ভেবে গৌরবান্বিত ও অনুপ্রাণিত বোধ করছি।’
লিডস বিশ্ববিদ্যালয়ের ক্লথওয়ার্কার্স সেন্টেনারি হলে ৩ জুলাই সন্ধ্যায় পালাটি মঞ্চস্থ হবে। মূল ভূমিকায় অভিনয় করবেন সোনিয়া সুলতানা ও সোহেল আহমেদ। অন্যান্য ভূমিকায় সারোয়ার ই আলম, কাদের ও জিত গাঙ্গুলী। সংগীতে থাকবেন জেসি বড়ুয়া, কলকাতা থেকে আসা তবলাবাদক কুন্তল দাস ও কি-বোর্ড বাজাবেন অমিত দে। পরিচালনা ও গানে গানে গল্প পাঠ করবেন টি এম আহমেদ কায়সার।
রহিম বাদশা-রূপবান প্রযোজনা করছে সৌধ সোসাইটি অব পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিক ও রাধারমণ সোসাইটি।