মহাস্থান নিউজ:
পাবনায় সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় ৫ জন শিক্ষককে শোকজ করা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষককে শোকজ করা হয়।
এরা হলেন- প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী প্রধান শিক্ষক সেলিনা পরভীন, সহকারী শিক্ষক শামস ফারজানা, রওশন আরা খাতুন, নিলুফা ইয়াসমিন ও নাজমুস সাদাত।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত রোববার সকাল ৯টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক শেখ মো. রায়হান উদ্দিন আকস্মিক উপজেলার ঝিনাইগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সে সময় সেখানে তিনি কোনো শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি পাননি। সকাল সোয়া ৯টা পর্যন্ত তিনি অপেক্ষা করার পরও শিক্ষক-শিক্ষার্থীদের কেউই বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় তিনি ফিরে আসেন। পরে তিনি মাসিক মিটিংয়ে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হাই সোমবার বিকেলে শোকজের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ওই দিন সকাল ৯ টায় তিনি মাসিক মিটিংয়ে যোগ দিতে উপজেলা শিক্ষা অফিসে ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় ওই বিদ্যালয়ের ৫ জন শিক্ষককে শোকজ করা হয়েছে। তিনদিনের মধ্যে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে।