মহাস্থান নিউজ:
দিনাজপুরের ফুলবাড়ীতে আগুন লেগে বসত ঘরের দুইটি কক্ষসহ গোয়াল ঘর পুড়ে গেছে। এতে তিন গরুর মৃত্যু হয়েছে এবং দুই গরু গুরুতর দগ্ধ হয়েছে। এতে পাঁচ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। শনিবার (১১ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। বাড়ির মালিক কৃষক নজমুল হক বলেন, হঠাৎ বাড়ি থেকে প্রচণ্ড ধোঁয়া বের হওয়াসহ গোয়াল ঘরের গরুগুলো চিৎকার শুরু করে। নিমিষেই বসতবাড়ির দুইটি কক্ষসহ গোয়াল ঘরের চতুর্দিকে আগুন জ্বলতে শুরু করে। ঘটনার সময়ে বাড়িতে কেউ ছিল না। গ্রামবাসীর মাধ্যমে আগুনের সংবাদ পেয়ে বাড়ির সদস্যরা ছুটে যাই। সম্ভবত রান্না ঘরের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে বাড়ির দুইটি কক্ষসহ গোয়াল ঘর পুড়ে গেছে। এতে তিনটি উন্নতজাতের গরুর মৃত্যু হয়েছে। এছাড়া অন্য দু’টি গরু দগ্ধ হয়েছে।
আগুনে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক নজমুল হক। খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলেন, এটি আমার ইউনিয়ন পরিষদের মধ্যে না। আমি ওই সড়ক দিয়ে বাড়ির পথে যাওয়ার অগ্নিকাণ্ডের চিত্র দেখে থেমে যাই। দেখি সেখানে তিনটি গরুর মৃত্যুসহ ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ইউএনওকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তার জন্য উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের আশ্বাস হবে।