মহাস্থান নিউজ:
গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে পরিবার। বুধবার (৮ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর উজ্জ্বল কুমার হালদার সাংবাদিকদের জানান, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে স্বজনরা পাঁচজন নিখোঁজ থাকার দাবি করে। পরে দুইজনের খোঁজ পাওয়া গেছে। এখনও যে তিনজন নিখোঁজ আছেন তারা হলেন- মো. মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (সেলিম) ও রবিন হোসেন।’
তিনি জানান, এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ জন। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে এক পাঁচ তলা ভবনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন। এছাড়া আহত হয়েছেন দুই শতাধিক।