রির্পোট/রাশেদ
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম হতে বিসিবি’র ভেন্যু প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার (৫ মার্চ) বিকালে শহরের সাতমাথায় বগুড়া কাবাডি একাডেমী ও গুঞ্জণ গ্রুপ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার অতিঃ সাধারণ সম্পাদক ও বগুড়া কাবাডি একাডেমীর প্রধান উপদেষ্ঠা সুলতান মাহমুদ খান রনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, সহিদুল ইসলাম স্বপন, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আলেয়া, সাবেক ডিএফএ’র সভাপতি খাজা আবু হায়াত হিরু, ক্রীড়া সংগঠক ও গুঞ্জণ গ্রুপের স্বত্বাধিকারী ও এস এস স্পোর্টস এর সভাপতি জাকির হোসেন, ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার, সাইদুর রহমান মুক্তি বগুড়া কাবাডি একাডেমীর উপদেষ্ঠা মারুফ আহমেদ, সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক গোলাম আজম রোমন, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রিজাজুল হাসান রিদয়, সংগঠনিক সম্পাদক মো. সরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ নাইম হোসেন প্রমুখ।।