মহাস্থান নিউজ:
ফরিদপুরের কৈজুরি ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ‘ঘরে বসে নির্বাচন’ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেলিম শেখ এক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে। শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ঘোড়াদহ বাজার এলাকায় এ হুমকি দেওয়া হয়। রোববার (৫ মার্চ) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মামুন অর রশিদ। অভিযুক্ত সেলিম শেখ সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক। অভিযোগে বলা হয়, গত ১ মার্চ থেকে নৌকা প্রতীকের প্রার্থী ফকির সিদ্দিকুর রহমানের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় মামুনের লোকদের ভোট চাওয়া ও পোস্টার সাঁটানোতে বাধা দিচ্ছে। শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঘোড়াদহ বাজারে ভুক্তভোগীর নির্বাচনী অফিসে এসে নৌকা প্রতীকের সমর্থক ও শ্রমিক লীগ নেতা সেলিম শেখ তার ২০-২৫ জন সহযোগীকে নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অফিস বন্ধ করে চলে যেতে হুমকি দেয়। তখন সেলিম শেখ বলে- ‘এখন থেকে আর প্রচারণা করা যাবে না, ঘরে বসে নির্বাচন করতে হবে। নৌকা ছাড়া কোনো প্রতীকের প্রচারণা করা যাবে না।’ ফরিদপুর কোতোয়ালী থানার ওসি এম এ জলিল বলেন, ভুক্তভোগী মামুনের অভিযোগের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে ঘোড়াদহ এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
অভিযুক্ত শ্রমিক লীগ নেতা সেলিম শেখ বলেন, এ অভিযোগের কোনো ভিত্তি নেই। নৌকা ও চশমার নির্বাচনী কার্যালয় একই এলাকায় রাস্তার দুদিকে। সে সময় আমি অফিসে ছিলাম, মামুনও অফিসে ছিল। দু’পক্ষের সমর্থকরাই শ্লোগান দিয়েছে। কোনো হুমকির ঘটনা ঘটেনি।
রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আমীন বলেন, মামুন অর রশিদের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে তথ্যপ্রমাণ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।