মহাস্থান নিউজ:
কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় ৪৫ বছর বয়সী বাংলাদেশি ব্যবসায়ীসহ দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের (ওপিপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে কাউন্টি রোড ৫০-এর পশ্চিমে হাইওয়ের একটি অংশে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সিবিসি নিউজের সাংবাদিক মাহবুব ওসমানী জানান, নিহত মহসিন মুন্সি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার শিমুলিয়ার সন্তান এবং পিটারবোরোতে তিনি একটি নতুন ফার্ম দিয়েছিলেন। তবে অপর নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
তিনি জানান, শুক্রবার (৩ মার্চ) থেকে টরন্টোতে চলছে মুষলধারে তুষারপাত হচ্ছিল। এই প্রতিকূল আবহাওয়ায় শনিবার সকালে উক্ত স্থানে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ব্যবসায়ী মহসিন মুন্সির পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে। এতে তিন যাত্রীর মধ্যে দুজন ঘটনাস্থলে নিহত হন এবং হাসাপাতালে গুরুতর আহত অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ব্যবসায়ী মহসিন মুন্সি ২০১৭ সালে টরন্টো আসেন এবং তার স্ত্রী ও সাত বছর বয়সের কন্যা সন্তান বাংলাদেশে রয়েছেন। তারা স্পনসরশিপে টরন্টো আসার অপেক্ষায় ছিলেন।