মহাস্থান নিউজ:
শিবগঞ্জের মোকামতলায় শংকরপুর আর ই ক্লাবের উদ্যোগে প্রিমিয়ার লিগের শর্টপিস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। শুক্রবার এক দিনের ওই টুর্নামেন্টে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় হরিপুর স্পোর্টিং ক্লাব ২ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব সবুজ।
ক্লাবের সভাপতি আতিকুর রহমান শাওনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক আবু জাফর ইকবাল, তত্ত্বাবায়ক সৌরভ হোসেনসহ প্রমুখ।