মহাস্থান নিউজ:
জয়পুরহাটের কালাইয়ে মরিয়ম নামে দেড় বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে পড়ে মারা গিয়েছে।
শুক্রবার সকাল ১১ টার দিকে কালাই পৌরসভার ধাপ কাথাইল মহল্লায় এ ঘটনা ঘটে।
শিশু মরিয়ম ওই এলাকার উজ্জল হেসেনের মেয়ে।
কালাই পৌরসভার স্থানীয় কাউন্সিলর আবু কালাম জানান, শুক্রবার বেলা ১০ টার দিকে শিশু মরিয়ম পরিবারের সবার অজান্তে খেলাধুলা করার সময় বাড়ির পাশের ছোট একটি ডোবায় পড়ে যায়। তার পরিবারের লোকজন ১১ টার দিকে পুকুরের পানিতে শিশু মরিয়মকে ভেসে থাকতে দেখে। পরে তাকে করলে মৃত অবস্থায় পাওয়া যায়।
কালাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) এস এম মঈনুদ্দিন শিশু মরিয়ম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাড়ির পাশের ডোবায় ডুবে শিশুর মৃত্যু হয়েছে।