মহাস্থান নিউজ:
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, গ্যাস,বিদ্যুৎ,জ্বালানি, তেল, চাল ও আটাসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাম জোটের সমন্বয়ক এবং বাসদ গাইবান্ধা জেলার আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সিপিবি জেলা সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা স¤পাদক রেবতী বর্মণসহ প্রমুখ।