মহাস্থান নিউজ:
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ শনিবার ঢাকা বাদে সকল জেলায় একযোগে পদযাত্রা করবে বিএনপি। ঢাকায় এক দিন পর আগামীকাল রবিবার পদযাত্রা হবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গী জোট ও দলগুলোও রোববার অভিন্ন কর্মসূচি পালন করবে। জেলা পর্যায়ের এই পদযাত্রায় অংশ নেবেন বিএনপির সিনিয়র নেতারা। এজন্য অঞ্চলভিত্তিক দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় অন্য নেতারা স্ব-স্ব জেলার কর্মসূচিতে অংশ নেবেন। আর বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা স্ব-স্ব বিভাগের কর্মসূচি সমন্বয় করবেন।
আগামীকাল ঢাকা জেলার পদযাত্রার নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা জানান। আজ শনিবার জেলা পর্যায়ে পদযাত্রা থেকে ১০ দফার দাবি আদায়ে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করবে।
এদিকে আজ শনিবার বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগ দেশের সকল জেলা-মহানগরে শান্তি সমাবেশ করবে। গতকাল যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের দেশব্যাপী তিন দিনের শান্তি সমাবেশ আজ শনিবার থেকে শুরু হচ্ছে। আগামীকাল রোববার দেশের প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভায় এবং মঙ্গলবার দেশের সব ইউনিয়নে অনুরূপ শান্তি সমাবেশ করবে যুবলীগ।