মহাস্থান নিউজ:
সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজের জায়গা দখল করে অস্থায়ী আওয়ামী লীগ দলীয় কার্যালয় নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের বুড়িরবাজারে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে অস্থায়ী আওয়ামী লীগ দলীয় কার্যালয় নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বর্তমানে কাজ চলমান রয়েছে।
অভিযোগে জানা গেছে, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজের নিজস্ব জায়গায় স্কুল কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে আদিতমারী উপজেলা আওয়ামী লীগ অস্থায়ী দলীয় কার্যালয় নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষ দলীয় কার্যালয় নির্মাণ কাজ বন্ধ করতে বললেও কোনো কর্ণপাত না করার অভিযোগ করেন তারা। পরে সরকারি জায়গায় অস্থায়ী দলীয় কার্যালয় বন্ধের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন স্কুল কর্তৃপক্ষ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা গেছে, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজের বুড়িরবাজার নামক জায়গায় অস্থায়ী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙ্গিয়ে ঘর নির্মাণের কাজ চলছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীদের বিলবোর্ড সম্বলিত ছবি রাখা হয়েছে। ইতিমধ্যে ঘরের সিঁড়ি দাঁড় করানোর পাশাপাশি কাঠের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
এ ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বলেন, অস্থায়ী আওয়ামী লীগ দলীয় কার্যালয় তৈরির বিষয়ে তিনি কিছুই জানেন না।
আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা বলেন, আমাদের প্রতিষ্ঠানের জায়গায় কোনো কিছু না বলে জোরপূর্বক অস্থায়ী আওয়ামী লীগ দলীয় কার্যালয় নির্মাণের কাজ করছেন তারা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মৌখিকভাবে কাজ বন্ধের কথা বলা হলেও তারা কোনো কর্ণপাত করেনি। ফলে বাধ্য হয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও সংশ্লিষ্ট থানাকে অবগত করার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছি।
আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলামের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও ইউএনও জি আর সারোয়ার বলেন, বিষয়টি জানার পর কাজ বন্ধ করার জন্য ওসিকে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে আদিতমারী উপজেলার গ্রামীণ ব্যাংকসংলগ্ন এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আদিতমারী উপজেলা শাখার দলীয় কার্যালয় রয়েছে। তবে জায়গাটি আদিতমারী সরকারি কলেজের। তারাও ওই জায়গাটি অবৈধভাবে দখল করে রেখেছে। কিন্তু এ উপজেলায় দলীয় কোন্দলের কারণে সমাজকল্যাণ মন্ত্রীর অনুসারীরা ওই কার্যালয়ে যাতায়ত করেন না। বর্তমানে ওই দলীয় কার্যালয়টি বিদ্রোহী আওয়ামী লীগের দখলে রয়েছে।