মহাস্থান নিউজ:
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল ও নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বগুড়ার শাজাহানপুরে পদযাত্রা করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে উপজেলার মালিপাড়া বন্দরে মাদলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ পদযাত্রা করা হয়।
এতে উপস্থিত ছিলেন মাদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আতিক, সিনিয়র সহ-সভাপতি শামীমুল ইসলাম সবুজ, যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, বিএনপি নেতা একরাম হোসেন ঠান্ডা, শহিদুল ইসলাম, রফিকুল, আজিজার, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আলীম, নজরুল ইসলাম, সাজ্জাত, জুয়েল, বেলাল হোসেন, মিজানুর রহমান, ইকবাল, রিপন, যুবনেতা গোলাম হোসেন, ছাত্রদলের আহ্বায়ক রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পদযাত্রাটি মালিপাড়া বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আতিক। এসময় বক্তব্যে তিনি বলেন, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির উদ্দেশ্য একটাই- গ্রাম-ইউনিয়নে যুগপৎ আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবি বাস্তবায়ন। সেই সাথে বর্তমান সরকারের পদত্যাগ। এই কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন নতুন মাত্রা পাবে।