রির্পোট: নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে পুরুষাঙ্গ কেটে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগে উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে আটক করেছে পুলিশ।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে মারা যান তিনি।
এর আগে সোমবার রাত ৮টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
এরশাদুল ইসলাম কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই আনিসুর রহমান নিউজবাংলাকে নিহতের নাম পরিচয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, এরশাদুলকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সকালে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে এরশাদুলের বিরুদ্ধে তার ওই প্রতিবেশীকে ধর্ষণচেষ্টার মামলা ছিল। মামলার চার্জশিটও দাখিল করেছিল পুলিশ। গত তিন মাস আগে এরশাদ জামিনে বের হয়।
বের হয়ে আবারো ওই নারীকে উত্ত্যক্ত করতে থাকে এরশাদ। একপর্যায়ে, সোমবার রাতে ওই একই নারীর কাছে গেলে ব্লেড দিয়ে এরশাদুলের পুরুষাঙ্গ কেটে দেয়।
ওসি বলেন, ‘পরে তাকে আহত অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু আজ সকালে তিনি মারা যান। মৃত্যুর খবর পেয়ে ওই নারীকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবার এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।