গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় শ্রমিকদের অবরোধ করা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) সকালে ট্রাকচাপায় স্থানীয় মাহমুদ ডেনিমস কারখানার নিরাপত্তাকর্মী আজাদুল ইসলাম নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের দাবিকৃত ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকদের ভাষ্য থেকে জানা যায়, রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মাহমুদ জিন্স কারখানার সামনে সড়ক পারাপারের সময় পাথরভর্তি একটি ট্রাক ওই কারখানার নিরাপত্তাকর্মীসহ কয়েকজন শ্রমিকদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই নিরাপত্তাকর্মী আজাদুল ইসলাম (৪৫) নিহত হন। এ সময় নারী শ্রমিকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক শ্রমিকরা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুরও চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শ্রমিকের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে চার ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও ওই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হয়। পরে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিরে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল শুরু হয়।