বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বরিশালের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, হাবিবুর রহমান টিপুসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।