ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে মাছ চাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প ও ইউনিয়ন পর্যায়ের মৎস্য চাষ সেবা প্রকল্পের আওতায় এসব বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ ও মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-১) এস এম আবুল বাসার।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকারের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন এ এইচ এম আরাফাত, আব্দুল মান্নানসহ সুফলভোগী মাছ চাষিরা।
উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য়) পর্যায়ে ৩ জন ও রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের ২ জন প্রদর্শনী মৎস্য চাষিকে উপকরণ হিসেবে মাছের খাদ্য ১০৯০ কেজি, চুন ১২৫ কেজি, খৈল ২৪৫ কেজি, ইউরিয়া ২০১ কেজি,ি টএসপি ১০১ কেজিসহ মাছের পোনা বিতরণ করা হয়।