১ টাকায় ইফতার দিয়ে সাড়া জাগানো আহসান হাবীব সেলিম আবার হাজির হয়েছেন এক টাকায় কম্বল নিয়ে। গত রমজান মাসে পুরো রমজান জুড়েই এক টাকায় অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করে সুজনের আলোচনায় ছিলেন সেলিম প্রথমে নিজের টাকায় শুরু করলেও পরবর্তীতে অনেকেই তার এই কার্যক্রমে পাশে দাঁড়িয়ে ছিলেন। তারই ধারাবাহিকতায় কয়েকদিন আগে আহসান হাবীব সেলিম তার লাইফ লাইন এয়ার ফ্যামিলি সংগঠনের ব্যানারে এক শীতার্ধ গরিব অসহায় মানুষের মাঝে ১ টাকায় কম্বল বিতরণ করবেন তিনি। তার এই পোস্টে অনেকেই সাড়া দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন। আজ তার এই কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হলো। প্রায় ১২০ জন ছিন্নমূল পঙ্গু অসহায় মানুষের মাঝে এ কম্বল এক টাকায় বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজক সেলিমের কাছে এক টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, কেউ যেন আমার এই কার্যক্রমকে দান বা দয়া না ভাবতে পারেন। তারা যেন মনে করেন এক টাকায় কিনে তারা আমার খাবার বা আমার কম্বল তারা গ্রহণ করছেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন গ্লোবাল টাচ ইনস্টিটিউট ও দ্য হলি কোরআন এন্ড সাইন্স স্কুলের পরিচালক মোঃ তানভীর আলম আরো উপস্থিত ছিলেন মৌসুমী আক্তার, হরি নারায়ণ, সজীব, জুয়েল, নাঈম, রবি, পরানসহ অনেকে।