৫৩ বছর পর বগুড়া-৭ আসন দখলে নিয়েছে নৌকা। দ্বাদশ জাতীয় নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু নির্বাচিত হয়েছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আসনটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বিএনপির দখলে ছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় মহাজোট সরকারের শরিকদল জাতীয় পার্টির অ্যাডভোকেট আলতাব আলী এমপি নির্বাচিত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সারাদেশে নির্বাচনে অংশগ্রহণ করলেও এ আসনটিতে আইনি জটিলতায় বিএনপির প্রার্থী শূন্য হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংবাদিক রেজাউল করিম বাবলু জয়লাভ করেন। এবার বিএনপি অংশগ্রহণ না করায় স্বাধীনতার ৫৩ বছর পর আওয়ামী লীগ প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু নৌকা প্রতীকে ৯১ হাজার ২৯ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ২৫৮জন। এরমধ্যে শাজাহানপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৫ হাজার ২১ জন। তারমধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৬ হাজার ৭৭২ জন, নারী ভোটার ১ লাখ ১৮ হাজার ২৪৭ জন। এখানে তৃতীয় লিঙ্গের দুজন ভোটার রয়েছে। গাবতলী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ২৩৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ২১১ জন ও নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ২৬ জন।।