বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের মধ্যে এক ইউপি সদস্য রয়েছেন। বুধবার (২০ ডিসেম্বর) তাদের আগের একটি নাশকতার মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে চাঁপাপুর ইউনিয়ন থেকে তিন বিএনপি নেতা ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন থেকে একজন এবং বুধবার সকালে ছাতিয়ানগ্রাম থেকে আরও এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাতিয়ান গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও শালগ্রাম এলাকার মৃত কায়ছার আলীর ছেলে নজরুল ইসলাম (৫১), একই ইউপির ৯নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও সরকারপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে বাকি সরকার (৫৮), চাঁপাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সদস্য ও গোবিন্দপুর এলাকার মৃত তাছতুল্যা ছেলে ওয়াজেদ আলী (৫০), চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ৪নং ওয়ার্ড যুবদলের সদস্য বিহিগ্রাম এলাকার মৃত আন্তেস আলীর ছেলে মোক্তার আলী (৩২) ও ৮নং ওয়ার্ডের যুবদলের সদস্য ও বরিয়া বার্তা এলাকার মৃত কিয়ামত আলীর ছেলে আব্দুল হাকিম।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।